যে রাতে জন্ম তোমার ফুল ফোটা আঙিনায়
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে প্রথম সূর্যোদয়।
তোমার কণ্ঠে ধ্বনিত হলো জাতির কণ্ঠস্বর
জেল, জুলুম, মৃত্যু ভয়ে করো নাই কারো পর।
হৃদয় মাঝে তুমিই মুজিব সবাই মুজিব সেনা
স্বাধীন বংলার পবিত্র ভূমি শহীদের রক্তে কেনা।
তুমি বন্ধু বিশ্বজনীন পিতা বাঙালি জাতির
স্বাধীনতার মহানায়ক স্থপতি স্বদেশ ভূমির।
চাঁদ তারায় সখ্যতা তোমার শূন্যলোকের ঘরে
তোমার আদর্শ আশীর্বচন ধারণ করি অন্তরে।
তোমাকে হারিয়ে কাটছে প্রহর দহন দীর্ঘশ্বাসে
মৃত্যুই তোমাকে করেছে মহান জন্ম শতবর্ষে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari