কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারির আয়োজনে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সহযোগিতায় শিশুদের তিন দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী সোমবার সম্পন্ন হয়েছে।
গত ১৮ মার্চ এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেকেএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। মিডিয়া পার্টনার দৈনিক আমাদের রাজবাড়ী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিশুর অঙ্কিত চিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। তৃতীয় দিন ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সালাম তাসির, প্রভাষক রাজ্জাকুল আলম রাজু, নাট্য নির্দেশক ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন। তিনটি বিভাগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশুদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আয়োজনের উদ্যোক্তা কালার পেন্সিল আর্ট একাডেমী এন্ড গ্যালারির প্রতিষ্ঠাতা ও পরিচালক সেলিম খান বলেন, সকলের সহযোগিতার কারণে এ ধরনের আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করব প্রতিবছর এরকম একটি আয়োজন করবার। এজন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতা পেলে আবারো এ ধরনের আয়োজন ব্যাপক পরিসরে করা সম্ভব হবে।
এদিকেরাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের কোমলমতি শিশুরা তাদের স্কুলের অধ্যক্ষ ফারজানা হক এবং উপাধ্যক্ষ পারভীন সুলতানা'র সাথে চিত্রাংকন প্রদর্শনী উপভোগ করতে আসে। সহপাঠীদের অঙ্কিত চিত্র দেখে শিশুরা ভীষণ আনন্দিত হয়। স্কুলের অধ্যক্ষ ফারজানা হক বলেন, প্রতিটি প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari