রাজবাড়ীর পাংশায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হল রুমে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও শিশু দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari