রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ (৭৬) আর নেই। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পুত্রবধূ, নাতি, নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
মোহাম্মদ সানাউল্লাহ তার কর্মজীবনে বিভিন্ন সময়ে দৈনিক বাংলা, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, বিটিভি, বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কমসহ নানা সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতা ছিল তার ধ্যান, জ্ঞান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী প্রমুখ।
মঙ্গলবার বিকেলে তার বাসভবন চত্ত্বরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
একই রাতে বাদ এশা খানকা শরীফ বড় মসজিদে প্রথম এবং পাওয়ার হাউজ জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari