রাজবাড়ী ডিবি পুলিশ ১০০ পিচ ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে। সোমবার সকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া মেসার্স কফিল ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে মো. রমজান মোল্লা (২২) ও সোহরাব মন্ডল পাড়া এলাকার মো. দুলাল শেখের ছেলে লাল মিয়া শেখ (২৪)।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া মেসার্স কফিল ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari