দীর্ঘ ২৬ বছর পর রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন আজ। তিন মাসের আহবায়ক কমিটি ১৯ বছর পার করার পর জেলা যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। শনিবার রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনের সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে দৌড়ঝাঁপ করছে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন হওয়ায় শহরে ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে।
যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
জেলা যুবলীগের যুগ্মআহবায়ক আবুল হোসেন শিকদার জানান, জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। ইতিমধ্যে সম্মেলনের সকল প্রকার প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। তিনি আরোও জানান, জেলা যুবলীগের সম্মেলনে ৫০ হাজারের অধিক যুবলীগের নেতাকর্মী উপস্থিত হবে। তিনি বলেন, নেতৃত্ব স্থানে যাওয়ার জন্য দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে তবে কোন প্রকার বিবেধ নেই।
সর্বশেষ ১৯৯৬ সালে রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে সভাপতি ছিলেন আলী হোসেন পনি ও সাধারণ সম্পাদক ছিলেন প্রশিত চৌধুরী বিশু। প্রশিত চৌধুরী বিশু মৃত্যুবরণ করার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হোসেন শিকদার। ২০০৪ সালে মো: জহুরুল ইসলামকে আহবায়ক ও আবুল হোসেন শিকদার এবং শাহ্ মো: জাহাঙ্গীর জলিলকে যুগ্ন-আহবায়ক ঘোষণা করে তিন মাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা যুবলীগের সম্মেলন ঘিরে মোড়ে মোড়ে তোরণ স্থান পেয়েছে জাতীয় ও স্থানীয় নেতাদের ছবি। মহাসড়কে ব্যানার-ফেন্টুনে ঘিরে রেখেছে। সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থকরা নিজেদের ছবি দিয়ে জানান দিচ্ছে।
জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ৮জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ১০ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি মো: মোস্তাফিজুর রহমান শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামিম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আশরাফুল ইসলাম আশা, সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মিয়া সোহেল, সাবেক ছাত্রলীগে নেতা হরিপদ সরকার রানা, ছাত্রলীগ নেতা শামীম রেজা লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আল মাসুদ, রাজবাড়ী সরকারি কালেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পরাগ আহমেদ ও জেলা যুবলীগের সাবেক সভাপতির ছেলে আলী সাদমান রুদ্র রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াসির আরাফাত রামিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাহিদুর রহমান রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব আহম্মেদ, ছাত্রনেতা কাজী আনোয়ার হোসেন রনি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, ছাত্রলীগ নেতা জীবন বিশ্বাস, তোফাজ্জেল হোসেন ও এ কে এম রিপন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত পাল জানান, যোগ্য ছাত্রনেতা নবীন ও প্রবীণের সমন্বয়ে যোগ্য নেতৃত্বের হাতে জেলা যুবলীগের কমিটি তুলে দেয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari