মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব।
বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ এর সদস্য ইউসুফ হোসেন মোল্লা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মদাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান মজনু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এ-ই উন্নয়নে এদেশের কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari