রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ দেশীয় তৈরি মদ সহ যতীশ চন্দ্র মনিঋষি(৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সেজেলা সদরের লক্ষীকোল এলাকার মৃত রেবতি চন্দ্রের ছেলে।
গোয়েন্দা পুলিশ ডিবির সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা সদরের বিনোদপুর এলাকার পাওয়ার হাউজ মোড়ের সামনে পাকা রাস্তার উপর থেকে অনুমান ২০ হাজার টাকা মূল্যের বিশ লিটার দেশীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী ডিবি পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান খান বলেন গ্রেপ্তার কৃত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari