প্রয়াত জাসদ নেতা কাজী আরেফ আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জেলা উদীচী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোহন শেখ, সাবেক ছাত্রনেতা গোকুল সাহা, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল গুহ প্রমুখ।
বক্তারা বলেন, আদর্শিক নেতা ছিলেন কাজী আরেফ। কখনও আদর্শ থেকে বিচ্যুত হননি। সন্ত্রাসবিরোধী এক সমাবেশে মঞ্চে তাকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। আমাদেরকে কাজী আরেফের আদর্শ ধারণ করতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari