বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রাজবাড়ীতে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিন শনিবার রাতে অংশগ্রহণ করে রাজবাড়ী সুহৃদ সমাবেশ।
উৎসবের চতুর্থ দিনের ‘সোনার মানুষ চাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব কবি সৈয়দ শামসুল হকের নুরুলদিনের সারাজীবন আবৃত্তি করেন এবং লালনের গান পরিবেশন করেন কার্যনির্বাহী সদস্য হৈমন্তি বিজয়। তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
পরে রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশের হাত থেকে আনুষ্ঠানিকভাবে উৎসব স্মারক গ্রহণ করেন সভাপতি আহসান হাবীব, সমকাল জেলা প্রতিনিধি সৌমিত্র শীল। এসময় সাংগঠনিক সম্পাদক রবিউল রবি এবং হৈমন্তি বিজয় উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari