রাজবাড়ীতে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে গোয়ালন্দের যুব অ্যাথলেটদের পদক জয়।
গত শুক্রবার রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে গোয়ালন্দের রায়হান ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, সিয়াম উচ্চলম্ফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, আলীরাজ ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান, সজল উচ্চলম্ফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, মায়া ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান, নোভা দীর্ঘলম্ফ প্রতিযোগিতায় তৃতীয় স্থান, মেঘলা, নোভা, মীম রিলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে গোয়ালন্দের সম্মান অক্ষুন্ন রাখে।
বিজয়ী অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম এমপি। জেলা পর্যায়ে বিজয়ী অ্যাথলেটরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করবে।
এসময় গোয়ালন্দের ক্ষুদে অ্যাথলেটদের উৎসাহ প্রদান করতে জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ মো. আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ বিশ্বাস প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari