রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের দয়ালনগর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় চন্দনী ইউপি চেয়ারম্যানের ছেলে-ভাতিজা নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে সাকিব শেখ (১২) ও ভাতিজা সিফাত শেখ (১৮)। সাকিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং সিফাত সে রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুজন মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক ও ট্রাক আটক করা হয়েছে। মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari