রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হল রুমে নবীণ শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক দিলরুবা ইয়াসমিন ও মাসুদ পারভেজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম তালুকদার, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র অধ্যাপক আমিরুল ইসলাম রিন্টু, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সামছুন্নাহার সিদ্দিকাসহ অন্যান্য বিভাগের অধ্যাপকসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তোমরা যারা অনেক কষ্ট করে পড়ালেখা করারপর এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় কৃতকার্য হয়ে কলেজের পড়ার সুযোগ পেয়েছো তাদের সকলকে কলেজের পক্ষ হতে অভিনন্দন রইল। তোমরা যারা কলেজে নতুন ভর্তি হয়েছো তারা সবাই নিয়মিত ক্লাস করবে এটা আমরা আশা করি। তোমাদের সবার উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari