রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজে রবিবার আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম শফিকুল মোরশেদ আরুজ, প্রকৌশলী মো. নূরুদ্দিন মোল্লা, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মনজুর কাদের মাসুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রনজু, কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনজুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কেএম বিল্লাহ খান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা) ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও প্রদক্ষীণ, ক্রীড়াবিদদের শপথ গ্রহণ এবং ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari