রাজবাড়ী সদর থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলো সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আল আমিন, বারলাহুরিয়া গ্রামের মিজান মন্ডল, গোবিন্দপুর গ্রামের রিমা বেগম, রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলী ও আবু সাইদ মুন্সী, বিনোদপুর গ্রামের সুমন শেখ, জুকাই গ্রামের আমিরুল ইসলাম ও শরীফ সরদার, কালুখালী উপজেলার চৌমুখ গ্রামের সোহেল রানা এবং গোয়ালন্দের তেনাপচা গ্রামের রেজাউল খা।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারভুক্ত আসামি। সকল আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari