নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির নেতা গোলাম কবির, মমিনুল ইসলাম, হেলাল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরীব আরও গরীব হচ্ছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না করায় মুনাফাখোর ব্যবসায়ীরা আরও লাভবান হচ্ছে। অসহনীয় এই পরিস্থিতি থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari