রাজবাড়ীর গোয়ালন্দে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অংশ হিসেবে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান , পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লা প্রমূখ।
দ্বিতল বিশিষ্ট এ মডেল মসজিদে রয়েছে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নামাজের জন্য সুপ্রশস্ত জায়গা এছাড়াও লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, অজুখানা, ওয়াশ ব্লক, সিঁড়ি, ইমাম ও মুয়াজ্জিনের থাকার কক্ষ, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকসজ্জা, এসি, মার্বেলস টাইলস সহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং প্রভৃতি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari