সাংবাদিক সুশীল কুমার দাস রোববার দুপুর একটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকার বাসিন্দা সুশীল স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, মা, এক ছেলে , আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। । তার বয়স হয়েছিল ৪১ বছর।
সুশীল দাসের পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর একটার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রোববার রাতে রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari