বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে বুধবার রাতে কাওসার আহমেদ রিপনকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাতুল ইসলাম জনি, সহ সাধারণ সম্পাদক হৃদয় খান, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অর্নিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মনজয় সরকার। এর আগে বিকেলে সম্মেলন উদ্বোধন করেন জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস। প্রথম অধিবেশনের আলোচনা সভায় কাওসার আহমেদ রিপনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যড. কমলাকান্ত চক্রবর্তী, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজউল্লাহ প্রমুখ। কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ট্রান্সজেন্ডার নারী শিশির বিন্দুকে। রাজবাড়ী শহরতলীর সোনাকান্দর গ্রামের বাসিন্দা শিশির বিন্দু ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। কমিটিতে স্থান পাওয়া শিশির বিন্দুর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, আমি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে চাই। এছাড়া সমাজে যারা অবহেলিত তাদের পাশে দাঁড়াতে চাই। ছাত্র ইউনিয়ন আমাকে সে সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা ছাত্র ইউনিয়ন নেতাদের। সভাপতি কাওসার আহমেদ রিপন বলেন, এর মধ্যে ছাত্র ইউনিয়নের হাত ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা কাউকেই অবহেলার চোখে দেখিনা। সবারই অধিকার আছে রাজনীতি করার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari