আরেক মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে রাজবাড়ী জেলা মহিলা দলনেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে। মঙ্গলবার তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী। তিনি সৌদি আরব প্রবাসী খোকন আহমেদের স্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি রাজবাড়ীর কারাগারে রয়েছেন।
সোনিয়া আক্তারের আইনজীবী অ্যড. নেকবার হোসেন মনি জানান, পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আসাদ নামে এক ব্যক্তি সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেন। এ মামলায় তিনি অভিযোগ করেছেন, রাজবাড়ী পৌর শিশু পার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্য ও গান বাজিয়ে মানুষকে বিরক্ত করা হয়েছে। এ মামলায় সোনিয়া আক্তার স্মৃতিকে শ্যোন এরেস্ট দেখিয়ে কায়সুন্নাহার সুরমার আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari