বালিয়াকান্দি-নারুয়া আঞ্চলিক সড়কের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সুশীল মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইরশালবাড়ি গ্রামের নরেন্দ্র নাথ মন্ডলের ছেলে। টিএমবি ব্রিকস নামে একটি ইটভাটার ম্যানেজার ছিলেন তিনি। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইটভাটার মালিক তোফাজ্জেল হোসেন টিটো জানান, রাত ১০টার দিকে সুশীল মন্ডল ভাটা থেকে রাস্তায় আসলে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে চালক হীরা ও সুশীল মন্ডল দুজনেই আহত হন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন এবং আহত হীরাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চালক হীরা একই উপজেলার শালকী গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না। তার কাছে কেউ আসে নাই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari