রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনী এলাকার মো. আরশাদ ভূইয়ার ছেলে বাবু ভূইয়া (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া এলাকার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মাহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা রংয়ের টয়োটা প্রাইভেট কার (রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১১-২২৯৫) তল্লাশী করে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার আফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদককারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari