রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম বলেছেন, গ্রামীন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। এ সরকার বিশ্বাস করে দেশের উন্নয়নে জন্য গ্রামীন উন্নয়ন দরকার । গ্রামীন উন্নয়নের জন্য গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন দরকার । গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য যাতে সহজে বাজারজাত করা যায় সে ব্যবস্থা করা দরকার । এজন্য সরকার আন্তরিকতার সাথে গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সড়কের পাকাকরন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব, জেলাপরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্যা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari