মোক্তার হোসেন, পাংশা ॥
রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজে ২৭ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হবে। এছাড়া জাতীয় পতাকার প্রতি ক্রীড়াবিদদের সম্মান প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন, অলিম্পিক মশাল প্রজ্জ্বল ও প্রদক্ষীণ, ক্রীড়াবিদের শপথ গ্রহণ ও ২৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে পুরস্কার বিতরণ করা হবে। পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কর্মসূচির বিষয়ে তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari