ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপুর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায় ৬ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রাত আড়াইটা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তপক্ষ। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে ১ টি ফেরি। ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যানবাহন। ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, মধ্য রাত থেকে কুয়াশা বাড়তে থাকলে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হলে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। সকাল সাড়ে আটটায় কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari