রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর-মৃগী সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার দাবি করেছে ।
স্থানীয়রা জানায়, সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে। কার্পেটিং এর কাজ না হওয়ার কারণে সড়কের মধ্যে দিয়ে ইটের খোয়া ভেসে উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিদিষ্ট সময়ের মধ্যে কাজ না করায়এই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এব্যাপারে কালুখালী উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়ার্দ্দার বলেন, আমরা ঠিকাদারকে তাগিদ দিয়েছি। তারা ৩০/৪/২০২৩ পর্যন্ত সময় নিয়েছে। এই সময়ের মধ্যে তাদের কাজ শেষ করার কথা রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari