রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন উজানচর ইউপির ১ নং ওয়ার্ডে অবস্থিত রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে গোয়ালন্দ ফুটবল একাডেমীর ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেল ৪ টায় রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ।
কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তাসমিন আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন স্কুলের সহকারি শিক্ষক হোসনেয়ারা কিরণ। অভিভাবক সদস্যরা হলেন লাভলু মৃধা, হাসেম মৃধা, ফরিদুল ইসলাম,শারমিন আক্তার, দুলি খাতুন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তার নব নির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচিত কমিটি মন্ত্রণালয় কতৃক অনুমোদন লাভের পর হতে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari