নিজস্ব প্রতিবেদক ॥
২৫ মার্চ গণহত্যা দিবসে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাহিক সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা রাজবাড়ী শহরের লোকোশেড বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সন্ধ্যায় একই স্থানে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari