মহান বিজয় উপলক্ষ্যে রাজবাড়ী সরকারি কলেজ থিয়েটার এর আয়োজনে নাটক "এবং একটি ফুল" মঞ্চস্থ হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান এর উদ্যোগে কবি সালাম তাসির এর কবিতা "প্রেমা" অবলম্বনে নাট্যকার অজয় দাস এর রচনায় "এবং একটি ফুল" নাটক এর তৃতীয় প্রযোজনা অনুষ্ঠিত হয়। সার্বিক নির্দেশনায় ছিলেন নাসির উদ্দীন, আইসিটি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। নাটকটির মঞ্চায়নে নির্দেশনায় ভূমিকা রেখেছেন জিহাদুর রহমান, কেন্দ্রীয় সদস্য, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ। কামাল, সাংগঠনিক সম্পাদক, স্বদেশ নাট্যাঙ্গন, রাজবাড়ী। নাটকে অভিনয় করেছেন তামান্না আমান মিষ্টি, শামিম হোসেন, সিঁথি স্যানাল, আরমান, মো. রাব্বি, হাসিবুল শান্ত, অয়ন্তিকা, রিয়া,কৃষ্ণ, জব্বার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari