৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সহযোদ্ধাদের নিয়মিত খোঁজ খবর নেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। কারও সমস্যার কথা শুনলেই ছুটে যান তার কাছে।
বুধবার অসুস্থ খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন মোল্লার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান তার গ্রামের বাড়িতে। মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ ষ্ট্রোকজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত জীবন যাপন করছেন। বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর দীর্ঘদিনের পথচলার সাথী’র অসুস্থতার কথা শুনে ছুটে গিয়ে তার পাশে বসে অসুস্থতার খোঁজ খবর নেন। তাঁকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল। শুধু মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন মোল্লা নয় এমন অসংখ্য অসহায় অসুস্থ মানুষের পাশে নিয়মিত তিনি পাশে দাঁড়াচ্ছেন।
একইদিন শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদিপুরে জাতির আর এক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওসমান শেখ কে দেখতে আহলাদিপুরে ছুটে যান রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বীর মুক্তিযোদ্ধা ওসমান শেখ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভুঁইয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বর আব্দুল মান্নানসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ। তিনি অসুস্থ মুক্তিযোদ্ধা ওসমান সেখ কে কিছু আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari