গোয়ালন্দ প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রথম পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে ৯হাজার ৭শত চোয়ান্ন ব্যক্তির কাছে। জানা যায়, ২০ মার্চ গোয়ালন্দ পৌরসভার তিনটি স্থানে ১৮২৩জন, ২১ মার্চ উজানচর ইউনিয়নের ২১৫০জন, ২২মার্চ ছোটভাকলা ইউনিয়নের ১৪১০জন, ২৩ মার্চ দেবগ্রাম ইউনিয়নে ১৮৪১জন এবং ২৪ মার্চ দৌলতদিয়া ইউনিয়নে ২৪৫০ জন সহ মোট গোয়ালন্দ উপজেলায় ৯৭৫৪ সুবিধাভুগির নিকট এই মাল বিক্রি করা হয়। টিসিবি ডিলার মেসার্স জামান ট্রেডার্স ও মেসার্স শাপলা ট্রেডার্স গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল এবং প্রত্যোক ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগন এর সহযোগিতায় সুবিধাভুগিদের নিজক শান্তিপূর্ন ভাবে টিসিবি মাল বিক্রয় করেন। উল্লেখ্য প্রতিকার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। রমজান মাসে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কেনা যাবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari