রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জেলা আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কেকেএস, আমাদের রাজবাড়ী, রেড ক্রিসেন্ট ইাউনিট রাজবাড়ী জেলা শাখা, টিআইবি সনাক, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানায়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari