রাজবাড়ীর কালুখালীতে সপ্তম শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রী (১৩) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে শহিদুল শেখ ওরফে মনো (৫৫) নামে এক সুদেকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পারা গ্রামের মৃত মাদারী শেখের ছেলে। তাকে শনিবার রাতে গ্রেপ্তার করে কালুখালী থানা পুলিশ ।
কালুখালী থানায় গত ২৫ নভেম্বর শহিদুল শেখ ওরফে মনো (৫৫) কে আসামী করে ধর্ষণ চেষ্টা অভিযোগে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। কালুখালী থানা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, গত ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে স্কুল ছাত্রী (১৩) কে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ফাকা বাড়ীতে পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় সুদেকারবারী শহিদুল শেখ ওরফে মনো। এসময় প্রতিবেশিরা এগিয়ে এলে মনো পালিয়ে যায়।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় আসামী শহিদুল শেখ ওরফে মনোকে গ্রেপ্তার করে রবিবার (১১ ডিসেম্বর) রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari