“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক দপ্তর, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরে র্যালী শেষে উপজেলা মিলনায়তন কক্ষে সহকারী কমিশনার(ভূমি)র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, জঙ্গল ইউপি চেয়ারম্যান জল্লোল কুমার বসু, যুবউন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম, জয়িতা মমতাজ প্রমুখ। এ বছর উপজেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অনিমা রানী সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মমতাজ, সফল জননী গীতা রানী বিশ্বাস, সমাজ উন্নয়নে নাজমা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে শক্তি বিশ্বাস কে শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari