বিএনপি-জমাতের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিকেল চারটায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোডাউনটি শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বর, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুট, অ্যড. রফিকুল ইসলাম, অ্যড. শফিকুল আযম মামুন, সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজীর আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এর দাঁতভাঙা দজবাব দিতে প্রস্তুত। কোনো ক্রমেই বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি সফল হতে দেবেনা আওয়ামী লীগ। আমরা রাজপথে আছি। রাজপথে থাকব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari