রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রবীণ ঠিকাদার কাজী জহুরুল হক আর নেই। তিনি গত রবিবার রাতে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না-লিল্লাহি ----- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
কাজী জহুরুল হক ১৯২০ সালের ১০ জুন কালুখালীর বল্লভপুর গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাগুড়া জেলার নাকোল উচ্চ বিদ্যালয়, পাবনার সারা উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ীর গোয়ালন্দ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার মধ্যদিয়ে ১৯৪০ সালে প্রবেশিকা পাশ করেন। এরপর শুরু করেন ঠিকাদারি কাজ। ব্রিটিশ আমলে তার হাতে নির্মিত হয়েছে ঢাকার মোহাম্মদপুর সড়ক। ওই সময় তিনি সাভার ও টঙ্গিতে ইটের ভাটা গড়ে তোলেন।
মৃত্যুকালে তিনি ৮ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari