রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫১০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী গোয়েন্দ পুলিশের সূত্র জানায়, রাত ১০ টার দিকে বালিয়াকান্দি উপজেলার তালপট্টি এলাকা থেকে ৫১০ পিচ ইয়াবাসহ নায়েব আলী গেদাকে হাতেনাতে আটক করা হয়। সে সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের বালাজউদ্দিনের ছেলে। অপরদিকে একই রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ হানিফ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে মানিকগঞ্জ জেলার বেতিলা মিত্রা এলাকার বাসিন্দা।
রাজবাড়ী গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, আটক দুজনের মধ্যে নায়েব আলীর বিরুদ্ধে সাতটি মামলা আদালতে বিচারাধীন। মাদক উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় উভয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari