রাজবাড়ীতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে গতকাল রোববার সকালে খাদ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান প্রমূখ। সভায় সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকার জন্য খাবার খায়। তবে শুধু খাবার খেলেই হবে না। খাবার নিরাপদ বা স্বাস্থ্য সম্মত কিনা তা দেখতে হবে। কারণ অনিরাপদ খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর। এসব বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ রক্ষা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari