ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পী গোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর তন্ময়।
সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, গোলাম মর্তুজা হেলাল, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম সালু, কুতুবউদ্দিন সিদ্দিকী, শাহ আজিজ প্রমুখ।
সভা পরিচালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari