রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ী সরকারি কলেজ। পুরষ্কারপ্রাপ্তরা রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
এ সময় অধ্যক্ষ প্রতিযোগীদের ভবিষ্যতের যেকোনো প্রজেক্টে সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং উদ্ভাবনী কর্মকান্ড চলমান রাখতে পরামর্শ দেন।
উদ্ভাবনী টিমের সকলকে তিনি অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, ভবিষ্যতে তোমরা আরও বড় পর্যায়ে কলেজের জন্য সুনাম বয়ে আনবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari