কালুখালীতে বুধবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "এক ইঞ্চি জমিও যেন আমাদের অনাবাদি না থাকে" প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে উপজেলা মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শহীদ নুর আকবর,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কৃষক সমাবেশে কালুখালী উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রায় ২৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। সমাবেশে কালুখালী উপজেলায় সকল সেক্টরে উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari