রাজবাড়ির পাংশায় শনিবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।
"বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন" স্লোগানকে সামনে রেখে পাংশা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ পাংশা এর আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ।
আরও উপস্থিত ছিলেন পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির। প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমবায়ীগন।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কিভাবে উন্নতি করা যায় তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী সমবায়ীদের উদ্দেশ্যে ঋণ বিতরন ও আদায় কার্যক্রমে থেমে না থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প তথা উৎপাদন বৃদ্ধি করতে জোর তাগিদ দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari