রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১ নং দৌলতদিয়া ইউনিয়নের সিরাজ খাঁর হাট এলাকায় অসহায় কৃষকেরা ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে।
শুক্রবার দৌলতদিয়া ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কৃষকদের আয়োজনে সিরাজ খাঁর হাট এলাকার ফসলি জমি পানিতে ডুবে যাওয়া ফসলি জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে এলাকার কৃষকেরা বিক্ষোভ মিছিল ও পানির মধ্যে দাঁড়িয়ে শতাধিক অসহায় কৃষকেরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেয়া কৃষক লিটন,লিয়াকত, ইউনুছ,নান্নু, হাসমত, মোস্তাক বলেন, আমাদের এই মাঠে প্রায় কয়েকশত ফসলি জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। পানিতে পিয়াজ, টমেটো, বেগুন,ভূট্টা, রসুন, করলা ক্ষেত তলিয়ে গেছে। উপস্থিত কৃষকরা আরও বলেন, এসকল জমিতে পানি আগে কখনো পানি জমেনি। পানি নিষ্কাশনের যে নালাটা ছিলো সেই নালাটা আলেব মৃধা তার পুকুরের চালা বেধে বন্ধ করে দিয়েছে। সেই কারনে পানি বেড় হতে পারে না। যার কারণে আমাদের মাঠের সকল সবজি ক্ষেত পানিতে ডুবে পঁচে যাচ্ছে। আমরা মানববন্ধনের মাধ্যমে অনুরোধ করছি যে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং সমাধান করেন।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, আমি গতবার একবার ঐ জায়গাটি কেটে পানি নিষ্কাশনের করেছিলাম কৃষকের ফসলি জমির জন্য। আমি দ্রুত জায়গাটি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari