রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ইলিশকোল গ্রামে হামলা লুটপাটের পাল্টপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে ৩১ অক্টোবর দুপুরে ও সন্ধ্যায়। এ ব্যাপারে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইলিশকোল গ্রামের কালীপদ সোমের পুত্র কানু সোম অভিযোগ করেন, দীর্ঘ ৪৪ বছর ধরে আমার নিজ জমিতে টিনের চৌচালাঘর নির্মান করে মুদিদোকান করে আসছি। বিভিন্ন সময়ে ইলিশকোল গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে আলীমুজ্জামান মন্ডল তার নিজের জমি দাবী করে উচ্ছেদের চেষ্টা চালায়। সম্প্রতি আলীমুজ্জামান আমার নিকট দোকানভাড়া দাবী করে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। ৩১ অক্টোবর শুনানীর তারিখে আমি ও আলীমুজ্জামান উপস্থিত হই। উভয়পক্ষের শুনানী শেষে চেয়ারম্যান মিমাংসায় ব্যর্থ হয়। ইউনিয়ন পরিষদ হতে ফিরে আসার পর আমার দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১১হাজার ২শ টাকা ও ৬৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
অপর দিকে হাসপাতালে চিকিৎসাধিন আলীমুজ্জামান জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩১ অক্টোবর সন্ধ্যায় আমি দোকানে বসা থাকা অবস্থায় কানু সোম ও তার দুইপুত্র সুমন সোম , রাজন সোম সহ অজ্ঞাত ১০/১৫ জন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে ১০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আদালতের রায়কে ঘিরে উভয়ের মধ্যে দখল দারিত্ব নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শান্তি শৃঙ্খলার বিঘœ ঘটালে উভয়কে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari