রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চিকিৎসা সেবার নামে প্রতারনার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
বালিয়াকান্দি থানার সেকেন্ড অফিসার এস আই খোন্দকার আসাদুজ্জামান রিপন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের প্রভাষ চন্দ্র দাসের বাড়ীতে বাসা ভাড়া নিয়ে জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের আজিমুদ্দীনের পুত্র জামাল হোসেন(৪৭), নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের সামসুল হকের পুত্র ফরিদুল ইসলাম(৩০),কালুখালী উপজেলার কালিকা ইউনিয়নের জাফরপুর গ্রামের শাহাদৎ মোল্যার পুত্র হানিফ মোল্যা(৪১) স্বাস্থ্য সেবার নামে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের নিকট হতে নন ব্রান্ডের কথিত ঔষধ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। উক্ত ঔষধে কোন কাজ না হওয়ায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের আতিয়ার রহমানের পুত্র আলমগীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari