পূর্বশত্রুতার জের ধরে অটোবাইক চালক রেজাউল ইসলাম(৩৮) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে ৩০ অক্টোবর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে স্থানীয়রা। সে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের তাইজুদ্দীনের ছেলে।
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধিন রেজাউল জানায়, কিছুদিন পূর্বে তার পরিচিত প্রবাসীর স্ত্রীর সাথে একই ইউনিয়নের নারুয়া মদনডাঙ্গী গ্রামের মৃত হানেফ আলীর ছেলে মোকলেস পরকিয়ায় লিপ্ত হয়। বিষয়টি তার নজরে আসলে সে উক্ত কাজে বাধা প্রদান করে। এতে মকু ক্ষিপ্ত হয়ে তাকে একাকী পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে ইউনিয়নের বিট অফিসার এস আই পল্লব কুমার সরকার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari