ইলিশ শিকার নিষিদ্ধ সময়ের শেষ দিনে শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্য দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব। এ অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসারসহ থানা পুলিশ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে জব্দ করা ২০ হাজার মিটার কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari