রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা ও শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”।
বৃহস্পতিবার সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা চত্বরে উপজেলার সকল পর্যায়ের কয়েকশ শিক্ষক সমবেত হন। সেখান থেকে স্কাউট সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বাদ্যের তালেতালে বিশাল র্যালী বের হয়। র্যালীটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি শুশিল কুমার রায়, বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ র্যালিতে অংশ নেন।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন তার বক্তব্যে শিক্ষকদের প্রতি শুভেচ্ছা জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari