বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর আদিবাসী পাড়ায় সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আদায়কালে সাংবাদিক পরিচয় দানকারী এক যুবককে আটক করে স্থানীয় জনতা।
তার নাম নাজমুল হাসান মিন্টু। তার কাছ থেকে সময় টিভির একটি ভূয়া আইডি কার্ড ও বাংলাদেশ প্রতিদিনের একটি ভূয়া আইডি কার্ড জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশ উত্তম কুমার ও ১ নং ওর্য়াডের ইউপি সদস্য পলাশ কর।
১ নং ওর্য়াডের গ্রাম পুলিশ জানান, সকালে ফোন আসে একজন সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আদায় করছে আদিবাসীদের কাছ থেকে। বিষয়টি জানার পর আমি সেখানে যাই। কথা বার্তার বলার এক পর্যায়ে বুঝতে পারি ভূয়া সাংবাদিক। তাকে বসিয়ে রেখে ১ নং ইউপি সদস্যকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলি। ইউপি সদস্য পলাশ কর আসার পর উত্তম মাধ্যম দিয়ে তাকে ছেড়ে দেয়। স্থানীয় কয়েকজন আদিবাসী জানান, আমাদের জানামতে কোন সাংবাদিক এই ভাবে পরিচয় দিয়ে কখনোই টাকা দাবি করে না। তার আচার আচরনে সন্দেহ হলে আমরা তাকে আটক করি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari