রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছার মেম্বার পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। এসময় তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের পক্ষে সদস্য মোঃ মঞ্জুরুল আলম আর্থিক অনুদান প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৯/১০/২০২২ বুধবার রাত ৯টায় চর দৌলতদিয়া আনছার মেম্বার পাড়া গ্রামের রমজান আলী বাড়ীতে বৈদ্যুতিক পাখায় সর্টসার্কিট হয়ে ঘরে আগুন ধরে যায়। এতে দুটি টিনের ঘরসহ এক জন ৮ বছরের কন্যাশিশু ও ৯৫ বছরের এক জন বৃদ্ধা আগুনে পুরে মারা যায়
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari